নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া ২ নং বিসিক পোল সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টার সময় মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান নোমান, পিতা মৃত: হোসেন আলী খান এর পুত্রসহ বেশ কয়েকজন মিলে দৈনিক ভোরের আকাশ এর বরিশাল ব্যুরো প্রধান এর উপর সন্ত্রাসী হামলা চালায়।
এ সময় স্থানীয় জনতা ছুটে এসে হামলায় আহত সাংবাদিক মাসুদ রানাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। জানা যায় সাংবাদিক মাসুদ রানা ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের বেশকিছুদিন আগে সংবাদ প্রকাশ করে, তারই জের ধরে তার উপর এই অমানবিক হামলা চালায় বলে জানান সাংবাদিক মাসুদ রানা।
এ সময় সাংবাদিক মাসুদ রানা ৯৯৯ কল করলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আনে। এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান সাংবাদিক মাসুদ রানা অভিযুক্ত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান নোমান এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খুব শীঘ্রই বিষয়টি তদন্ত্র করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪