নিজস্ব প্রতিবেদকঃফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর উদ্যোগে ক্লাবের সদস্যদের পারিবারিক মিলনমেলা ২০২৩ প্রোগ্রাম রাজধানীর অদূরে গাজীপুরের গ্রীনভিউ গলফ রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক মিলনমেলা প্রোগ্রামে সংগঠনটির সদস্য এবং সদস্যদের পরিবার অংশগ্রহণ করেন। পারিবারিক মিলনমেলা অভ্যর্থনা কমিটির আহবায়ক ও ক্লাবের সহ-সভাপতি জনাব, জয়নুল আবেদীন জাফর এবং সদস্য সচিব ও ক্লাবের সহ-সভাপতি জনাব, সিরাজুল মোস্তফা চৌধুরী সবাইকে স্বাগত জানান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দময় সময় কাটান প্রোগ্রামে অংশগ্রহণকারীরা।
স্পোর্টস পরিচালনা কমিটির আহবায়ক জনাব, সরোয়ার হোসেন রুবেল ও সদস্য সচিব জনাব, নূরুল আফসার সেলিমের পরিচালনায় খেলাধুলার বিভিন্ন ইভেন্ট পরিচালিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে ছিল ছোট ছেলে এবং মেয়েদের জন্য দৌড় প্রতিযোগিতা । পরিবারের নারী সদস্যদের জন্য পিলো পাসিং, পুরুষদের জন্য বাস্কেটবল এবং ফুটবল প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও পিকনিকে অংশগ্রহনকারী ক্লাব সদস্যদের জন্য কমন গিফ্ট হিসেবে ছিলো ক্লাবের লোগো সংবলিত মগ, টিশার্ট, ফ্লাক্স সেট এবং (মহিলাদের জন্য) শাল।
পারিবারিক মিলনমেলা কমিটির আহ্বায়ক জনাব, নূরুল আলম আরিফ এবং সদস্য সচিব জনাব, মাহবুবুল আলম মিল্টন, ফেনী ক্লাব ঢাকা লি: এর সভাপতি জনাব, জসিম উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক জনাব জহির উদ্দিন আলমগীর প্রোগ্রামে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়।বিভিন্ন শিল্পীরা এতে গান পরিবেশন করেন।
পরিশেষে র্যা ফেল ড্র পরিচালনা কমিটির আহবায়ক জনাব, আনোয়ারুল কামরান ও সদস্য সচিব মিসেস সাবরিনা নওরীনের পরিচালনায় প্রোগ্রামের অন্যতম আকর্ষন র্যা ফেল ড্র ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয়। র্যা ফেল ড্রয়ে ২০টি পুরস্কার বিজয়ীদের মধ্যে দেওয়া হয়। ক্লাবের প্লাটিনাম মেম্বার জনাব, গণি আহমেদ এবং অপর প্লাটিনাম মেম্বার জনাব, জালালুদ্দিন আহমেদ চৌ: পাপ্পু ও ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান জনাব, খাইরুল বাশার মজুমদার তপন র্যা ফেল ড্রয়ে ১ম, ২য় ও ৩য়দের মাঝে পুরষ্কার তুলে দেন। র্যা ফেল ড্রয়ের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সংবাদ শিরোনাম ::
বনার্ঢ্য আয়োজনে ফেনী ক্লাব ঢাকা লিঃ এর বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত
- মাসুদ রানা
- আপডেট সময় : ০৭:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- ৩৩৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ