নিজস্ব প্রতিবেদকঃ বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের পাশে থেকে কমিশনের ভাবমূর্তি উজ্বল করাই দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে: দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
১৭ ফেব্রুয়ারি ২৩ ইং দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৩১ সদস্যের সার্ভিস অ্যাসোসিয়েশনটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীগণ দুর্নীতি দমন এবং প্রতিরোধে কমিশনের সহযোগী হিসেবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তারা বিগত ০১ বছরে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন এর কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন।
২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করে। গত এক বছরে ডুসা দুদকে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সহায়তা, মরহুম কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক সহায়তা; দেশের বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের ত্রাণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করেছে। এছাড়াও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে নানামুখী কাজ করেছে।
২০২৩ সালে নতুন বছরে ডুসা সকলের সহযোগিতায় দুর্নীতির বিরুদ্ধে অতীতের যে কোন সময়েরে চেয়ে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে প্রত্যয় ব্যক্ত করা হয়। ডুসা’র সভাপতি ও সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সরকার ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা কাজ করে যাবে।
ডুসা প্রত্যাশা করে অনাগত দিনে দুদকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টানার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪