জুলফিকার আলম, দাগনভূঞা (ফেনী) :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন হতে ট্রাক মার্কা প্রতিক নিয়ে এই আসনের (দাগনভূঞা-সোনাগাজি) সাধারন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের ট্রাক মার্কা প্রতিকের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন সতন্ত্র এমপি প্রার্থী একে আজাদ নামে খ্যাত আবদুল কাশেম আজাদ।
এই আসনের দাগনভূঞা ও সোনাগাজির বিভিন্ন বাজারে গিয়ে জনসাধারণের সাথে মিশে গিয়ে তাদের হৃদয়ে স্থান করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি প্রতিদিন ভোরবেলা থেকে গনসংযোগের সাথে সাথে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রত্যাশা, চাহিদা বিষয়ে জানার চেষ্টা করছেন তিনি।
একে আজাদ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের সেকান্তরপুর মিয়া বাড়ির আল হাজ্ব ইস্রাফিল মিয়ার সন্তান। তিনি ছোট বেলা থেকে এলাকায় ছাত্র রাজনিতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে এখনো যুক্ত রয়েছেন তিনি।
সাংবাদিকদের এক সাক্ষাতকারে একে আজাদ জানান, গত ৫০ বছরে আমাদের দাগনভূঞায় কোন এমপি পায়নি। এদেশের মানুষ পরিবর্তন চায় তাই এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এবারের নির্বাচনে আমি জনসাধারনের সাথে মিশে গিয়ে বুঝতে পারলাম এই আসনের মানুষ কি চায়। আমি এমপি হতে পারি আর না পারি তাদের চাহিদা পূরনের লক্ষে কাজ করে যাবো ইনশাহ আল্লাহ।
খবর নিয়ে জানা জায়, একে আজাদ আরব আমিরাতে সরকার প্রদত্ত গোল্ডেন ভিসাধারী একজন ব্যবসায়ী, দির্ঘ ২৫ বছর দুবাইয়ে বসবাসরত একজন সফল ব্যবসায়ী তিনি। দুবাইতে তার নিজস্ব একাধিক নামিদামি গাড়ির শোরুম ও দুবাই রাস আল খোর শহরে নেফলেক্স নামে একটি কম্পানিও রয়েছে তার যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি। তিনি সিন্দুরপুর খাজা আহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এস এসসি দিয়ে ফেনী সরকারি কলেজ থেকে এইচ এসসি দিয়ে যুক্তরাজ্য থেকে বিবিএ ও ২০১০ সালে ভারত থেকে এবিএ কমপ্লিট করেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির কৃষি বিষয়ক সদস্য হিসেবে ও দুবাইয়ে আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে এবং রাজনৈতিক সামাজিকসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে জনগনের সেবা করে যাচ্ছেন তিনি।
একে আজাদ আরো জানান, আসছে আগামী ০৭ জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন আমাকে বিপুর ভোটে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪