মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ
ব্রাহ্মণবাড়িয়া থেকে গত আট মাস আগে হারিয়ে যাওয়া মা মোছাঃ রোকেয়া বেগম কে ফিরে পেলেন
ছেলে মোঃখাইরুল মিয়া, মিতা মৃত অহিদ মিয়া, মাতা -মোছাঃ রোকেয়া বেগম সে গত আট মাস ধরে নিখোঁজ তাই তার পরিবার ও ছেলে মোঃ খাইরুল মিয়া পাগল হয়ে গেছেন মায়ের খুঁজে, সৃষ্টি কর্তার অশেষ রহমতে ময়মনসিংহের ফুলপুর থানার এস আই মোঃ মোফাখ্খির উদ্দিন অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে খুঁজে পেলেন তার পরিবারের ঠিকানা ।
মোছাঃ রোকেয়া বেগম স্বামী মৃত অহিদ মিয়া মাতা মৃত নূরজাহান ঠিকানা, সূর্যকান্দি বঙ্গুর পাড়া ডাকঘর, কালীকচ্ছ সরাইল ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে মোছাঃ রোকেয়া বেগমকে তার পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে পরিবারের সদস্যদের। এখন মোছাঃ রোকেয়া বেগম নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪