মাহাবুল ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ
ফুলপুর উপজেলা বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের কিছু দিন ধরে কমিটি নিয়ে চলছে দুর্নীতি।৩/৭ / ২০২৩ তারিখে নির্বাচন হয় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি মোঃ স্বপন সরকার দুর্নীতি করে মোঃ জাহাঙ্গীর আলম কে বাদী করে সহকারী শিক্ষকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবং মোতালেব রাজনৈতিক আশ্রয় নিয়ে অনেক কুকর্মের সাথে জড়িত ছিল।ওনি শিক্ষক না হয়েও শিক্ষকদের রুমেই ওঠাবসা করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসাদ্দিক হোসেনের একান্ত সহচর হিসেবে কাজ করেছে।
দূর্নীত,টাকা আত্মস্যাৎ,দলীয়করণ ও নিয়োগ বানিজ্যের বিরোধ্যে স্কুলের আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপরে হামলা করেছে স্কুল কমিটি এবং প্রধান শিক্ষকের ভাড়াটিয়া দূর্বৃত্ত্বরা!
আওয়ামী লীগের নেতাদের সাথে ওনি নিয়মিত ওঠাবসা করতো।স্কুলে যত অনিয়ম,দুর্নীতি হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ধারা,সব জায়গায় ওনার হাত আছে।
শিক্ষকদের মাঝে এত দ্বন্দ্বের অন্যতম কারণ এই মোতালেব ।
শিক্ষিকাদের লাউড ভয়েজ হওয়ার কারণও এই মোতালেব ।ওনি শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে এই সিনিয়র ম্যাডামদের নামে বিভিন্ন বাজে মন্তব্য করে আসছে।
শিক্ষক-শিক্ষিকার এমন আচরণ আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে।উপজেলা প্রশাসনের প্রতি আকুল আবেদন, এবং ফুলপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের কে দৃষ্টি আকর্ষণ করছি স্কুলে গিয়ে জরিপ করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪