
ফিল্ম ক্লাবের সদস্য হলেন চলচ্চিত্র প্রযোজক মজুমদার ফিল্মস এর স্বত্বাধিকারী ও বিনোদন সাংবাদিক ফারুক হোসেন মজুমদার।
দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সদস্যদের মধ্যে অন্যতম তরুন প্রজন্মের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক ফারুক হোসেন মজুমদার এর হাতে ফিল্ম ক্লাব এর প্রেসিডেন্ট লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও এডমিন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রায় সদস্যপদ এর প্রত্যয়ন পত্র,পরিচয়পত্র তুলে দেন।
এছাড়াও ফারুক হোসেন মজুমদার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস, সভাপতি আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) এছাড়াও
ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা , আবুল হোসেন মজুমদার কাহিনী ,আনোয়ার শিকদার পরিচালিত, ফারুক হোসেন মজুমদার প্রযোজিত, নির্বাহী প্রযোজক ফরহাদ হোসেন মজুমদার, লাইন প্রোডিউসার তাজবির হাসান,মম মজুমদার ও ফারিয়া মজুমদার নিবেদিত , মিডিয়া পার্টনার এটিএন বাংলা মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” এখন সেন্সর বোর্ডে সিনেমাটি শীঘ্রই মুক্তি পাবে
“ভালোবাসি তোমায়” সিনেমাতে অভিনয় করেছেন কায়েস আরজু, শিরিন শিলা, ইরা শিকদার, অন্তর, বড়দা মিঠু, রেবেকা, নাদের চৌধুরী, সাহেলা, শফিক খান দিলু, অঞ্জলি রায়, ফাইয়াজ আহমেদ ববি, জ্যাকি আলমগীর, সরল হাসমত, বরিশাইল্লা বাদল, সাইফুল ইসলাম, সাথী, ড্যানি সিডাক ও কাজী হায়াৎ।