নতুন বছরের শুরুতেই ১৯ জানুয়ারি ২০২৪ মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষ বাজি’। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অন্তর্জালে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। প্রকাশিত পোস্টারে গল্পের কিছুটা আভাস পাওয়া যায়, মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমা 'শেষ বাজী'র কাহিনি।
রিকুয়্যাল রিয়েল এস্টেট লি. এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। তিনি জানান, জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে 'শেষ বাজি'। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটির গল্প, আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।
নির্মাতা মেহেদী হাসান জানান, ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ হবে। আশাকরি প্রথম পোস্টারের মত সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪