
মোঃমাহফুজুর রহমান বিপ্লব: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের বেসরকারি প্রতিষ্ঠান ( এনজিও) এফডিএ এর উদ্যোগে দুই শতাধিক হত দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর )
সকালে এফডিএর শহরতলির টেপুরাকান্দির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সুস্মিতা সাহা। অন্যদের বক্তব্য দেন এফডিএ
র প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক আবু সাহের আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এফডি`র এটি একটি মহৎ উদ্যোগ নিয়েছে যাতে সকলেই উৎসবে অংশ নিতে পারে। উৎসবের একটি অন্যতম অনুষঙ্গ হলো নতুন শাড়ি বা কাপড়। সার্মথ্যহীনদের পাশে থেকে এফডিএ সেই সামাজিক দায়িত্ব পালন করে উদাহরণ সৃষ্টি করল।
পরে অতিথিরা ওই নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন