মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, ‘সেনাপ্রাঙ্গণ’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সেনা নিবাসে এ দুটি ভবন উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভি-ভিআইপি প্রটোকলে দায়িত্ব পালন করেন এএসআই রমজান।প্রধানমন্ত্রীর ডিউটিরত অবস্থায় এএসআই রমজানের কলেজ গেটের পাশেই নিমতলা মনোয়ারা হাসপাতালে সিজারে পুত্র সন্তানের জন্মগ্রহণ করেন।একদিকে ভিআইপি ডিউটি অন্যদিকে মানবিক কতব্যবোধ থেকে হসপিটালে ছুটে যান সিরাজদী খান থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মুজাহিদুল ইসলাম।এএসআই রমজানের হসপিটালের পুরো খরচ বহন করেন ওসি মুজাহিদুল ইসলাম।
এবিষয়ে সিরাজদী খান থানার ওসি মুজাহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ভিভিআইপি ডিউটি আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ অন্যদিক মানবিক দিক বিবেচনা করে খবর পেয়ে প্রধানমন্ত্রীর ডিউটি শেষে আমি ছুটে যাই হসপিটালে খবর নেই এএসআই রমজানের স্ত্রী ও বাচ্চার,আল্লাহপাকের অশেষ রহমনে দুইজনে ভালো আছেন।এএসআই দায়িত্বের প্রতি অটুট থেকে সিজারিয়ান স্ত্রী কথা ভুলে গিয়ে দায়িত্ব পালন করেছেন তারজন্য ও তাকে ধন্যবাদ জানাই।