বিনোদন প্রতিবেদক: সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হলো তরী মাল্টিমিডিয়া প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “কলেজ গার্ল”। আর এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুজন চৌধুরী, এম.আর.জে শান্ত, তুলসী রানী, রিক, বিজয় ও মিলন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তরী মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ ও ইউটিউবে একযোগে ” কলেজ গার্ল” শর্টফিল্মটি প্রকাশ করা হয়েছে বলে জানান এর নির্মাতা। তিনি আরো বলেন একজন বখাটে ছাত্র ও তার দুজন বন্ধুকে নিয়ে গল্পের শুরু হয়, এবং একটি সামাজিক শিক্ষনীয় মেসেজ এর মাধ্যমে এটির সমাপ্তি ঘটে। ১০০ ফিট, আগারগাঁও, কাজীপাড়া ও উত্তরার বিভিন্ন লোকেশনে এটির দৃশ্যধারন হয়।
এস.এ রিকের গল্প ভাবনায় এটি পরিচালনা করেন তরুণ নির্মাতা এম.আর.জে শান্ত। প্রযোজনা ও পরিবেশনায় তরী মাল্টিমিডিয়া।
কলেজ গার্ল- (ভিডিও)…..
https://youtube.com/watch?v=XvOqFnvWR-Q&si=REdT25daJtD5_PE1