বাগেরহাট প্রতিনিধিঃ-পুলিশ কর্মকর্তার জবর-দখলের হাত থেকে কৃষক ও খেটে খাওয়া মানুষের বাপ-দাদার পৈত্রিক জমি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব সোনাখালী স্লুইজ গেট এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেয়।
আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ দরিদ্র মানুষের জমি দখল করে নিয়েছে পুলিশ নামের এই ভূমি সন্ত্রাসীরা। আমাদের বাপ-দাদার শম্পত্তিতে এসে জোর করে বাশের খুটি কুপেছে একই এলাকার খলিল হাওলাদার’র ছেলে পুলিশ কর্মকর্তা মো: শাহ আলম হাওলাদার, পলাশ হাওলাদার, আরিফুল ইসলাম আরিফ। আমরা যদি ঐ জায়গায় যাই তাহলে আমাদের কে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানী করবে বলেও হুমকি দেয় তারা। আমরা সাধারণ অশিক্ষিত মানুষ। মামলার কিছুই বুঝিনা। আমরা চাই আমাদের জায়গা।
এই অবস্থায় মানববন্ধনে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ বলেন, আমরা চাচ্ছি স্থানীয় ভাবে বসে মিমাংসা করার জন্য। আমার খালাতো ভাই স্থানীয় বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহ-জাহান বলছে বিষয়টি সে দেখবে।