এস এম জীবন, ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিরপুর বিভাগের শ্রেষ্ঠ এসআইয়ের তালিকায় ভূষিত হলো পল্লবী থানার এসআই মুন্সী আল-আমিন।
গত সেপ্টেম্বর মাসে মিরপুর বিভাগের পল্লবী থানার চলমান কার্যক্রম কর্তব্যপরায়ণতা ও সাহসী অভিযানের মধ্যে মাদক, সন্ত্রাসী, অবৈধ জায়গা দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তিনটি মামলায় ১৭ জন ছিনতাইকারী গ্রেফতার করায় সফলতা পর্যালোচনা করে এ পুরষ্কারর ঘোষণা করা হয়।
সোমবার (১৬ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাহ্ আনুষ্ঠানিকভাবে সফল কাজের জন্য এসআই মুন্সী আল-আমিনকে এই পুরষ্কার প্রদান করেন। এসআই মুন্সী আল-আমিন বলেন, কর্মক্ষেত্রে যেকোনো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার কাজের প্রতি কর্মস্পৃহা বৃদ্ধি করে; আমি তিনটি মামলায় ১৭ জন ছিনতাইকারী গ্রেফতার করায় মিরপুর বিভাগের মাননীয় উপ-পুলিশ কমিশনার স্যারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছি। এই প্রাপ্তি অবশ্যই আনন্দের, আমার চলার পথ আরও সহজ করে দিয়েছে। স্যারদের দোয়া ও সহযোগিতায় আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারবো।
এসআই মুন্সী আল-আমিন তার এই প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাহ্ স্যার, এসি শাহীদুল ইসলাম শাহেদ স্যার (পল্লবী জোন), পল্লবী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান স্যারসহ ওসি তদন্ত ও অপারেশন স্যারের প্রতি। যাদের সঠিক দিকনির্দেশনা মোতাবেক আমার উপর অর্পিত দায়িত্বের সকল কাজ সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি- আমার টিম ও সহকর্মীদের যারা সার্বক্ষনিক আমার পাশে থেকে আমাকে সেরা হওয়ার জন্য সহযোগিতা করেছেন।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়ার নিকট পল্লবী থানার শ্রেষ্ঠত্ব অর্জনের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি 'বাংলাদেশ সমাচার' কে বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করবো- পল্লবী থানার অফিসারবৃন্দ ও ফোর্সবৃন্দকে। কারণ- ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক সঠিকভাবে যথাসময়ে কাজ সম্পাদন করাই এবং তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে পল্লবী থানা ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪