জসীম উদ্দিনঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে আপোষহীন ভাবে বিভিন্ন অপরাধ দমনে ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ও কিশোর গ্যাং চত্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, টাকা-পয়সা, মোবাইল স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। গত ২৬ মার্চ টঙ্গীতে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করার পর থেকে ছিনতাই বিষয়ক প্রচুর অভিযোগ র্যাব-১ এর কাছে আসে। এছাড়াও ঈদকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছিনতাই ঘটনার বিভিন্ন অভিযোগ র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের নিকট আসে। এ প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র্যাব-১স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল ২০২৪ ইং সন্ধ্যা আনুমানিক ১৮.৩৫ ঘটিকায় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানীর একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে একটি সংঘবদ্ধ ছিনতাই ও ডাকাত দলের কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়ে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন পশ্চিম ভুরুলিয়া বিআইডিসি রোডের পাশে অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী খাইরুল ইসলাম(২২)'মোঃ লিটন মিয়া (২১)আলআমিন (২৬)মোঃ নয়নসাগর (২০)মোঃ শাহরিয়ার হক তন্ময় (১৯)মোঃ সজীব (২০)সম্রাট সের নিয়াবাত (১৮)সহ ২০ জন'কে গ্রেফতার করেছে র্যাব-১ ।আসামীরা পরস্পর যোগসাযোশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই সহ ডাকাতি করে মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদের'কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪