স্টাফ রিপোর্টার,বাহাদুর আবির
পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ের কেয়ারটেকার ও বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর করার ঘটনার মামলার বাদী গোলাম মোস্তফা (৩৬) এর উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে পটুয়াখালী সদর উপজেলার পেছনের সড়কে তার উপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে হামলাকারীরা। এতে গোলাম মোস্তফার ডান হাতের কিছু অংশ ঝলসে গেছে।
খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি নেতা কর্মীরা গোলাম মোস্তফা কে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জাকারিয়া দাবি করেন আওয়ামী লীগের সন্ত্রাসীরাই গোলাম মোস্তফার উপর হামলা চালিয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গোলাম মোস্তফা সম্পপ্রতি পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ বেশ কয়েকজন নেতা বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ কারণেই হয়তো তার উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে।
গোলাম মোস্তফা পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ফুলতলা এলাকার ইউসুফ খানের ছেলে।