নয়ন মৃধা :- পটুয়াখালীতে সরকারি রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষ মৃত মন্নান আকনের ছেলে জসিম আকন, হারুন আকন, আনোয়ার আকনের বউ এবং আলতাফ আকনদের হামলায় একই এলাকার সুজন মুন্সি (১৭), তাসলিমা বেগম (৫০) আহত হন। আহত দুজনই বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সুজন মুন্সি জানান, বাসার সামনে সরকারি রাস্তার উপর বেড়া দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেয় জসিম আকন ও তার ভাইয়েরা। পরে আমার বাবা গোলাম হোসেন মুন্সি রাস্তায় বেড়া দিচ্ছো কেন জসিম আকনদের জিগ্যেস করলে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দা ও লাঠি দিয়ে জসিম আকন এবং তার ভাইয়েরা আমাদের উপর হামলা চালায়। যাতে আমার বাবা, মা এবং আমি আহত হই।
হামলায় আহত তাসলিমা বেগম জানান, প্রায় ১৫ বছর ধরে ওই রাস্তার জায়গা নিয়ে ঝামেলা করে আসছিলো মৃত মন্নান আকন। পরে মন্নান আকন মারা গেলে তার ছেলে জসিম আকন এবং তার ভাইয়েরা ঝামেলা করে আসছিলো। এদিকে প্রায় দুমাস আগে মানুষের চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ থেকে পাশে ৬ ফুট রাস্তা করে বালি ফালানো হয়। পরে ইউনিয়ন পরিষদ থেকে জসিম আকনদের নামে নোটিশ দেয়া হলে তারা তা মানেনি। আমার চলাচলের জন্য রাস্তা চাই এবং আমাদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবী জানাই।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।