ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ ঢাকার নাম বিক্রি একটি ভূয়া কমিটি করে বিভিন্ন গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়েছে একটি স্বার্থান্বেষী চক্র। যার কোন ভিত্তি নেই। এই চক্র/ কমিটির সঙ্গে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফের সঙ্গে কোন সম্পৃক্তা নেই। (উল্লেখ্য যে এনজেএফ নাম ব্যবহার করার কপিরাইটও তাদের নেই)। মুলত তারা সংগঠনের নাম বিক্রি করে নিজেদের ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন যা সম্পূর্ণ অনৈতিক। এ ধরনের অনৈতিক কাজকে নিরুৎসাহিত করার পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সুনাম অক্ষুণ্ণ রাখতে আপনাদের জাতীয় পত্রিকা, অনলাইন ও ডিজিটাল, টেলিভিশনে এ ধরণের নিউজ ছাপানো ও প্রচার করা থেকে বিরত থাকবেন বলে আশা করছি।
বিনীত নিবেদক
এফ আই মাসুদ
দপ্তর সম্পাদক
নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ, ঢাকা
সংযুক্তি- নোয়াখালী জার্নালিস্ট ফোরাম-এনজেএফ’র কপিরাইটের রায়ের কপি।