বাকেরগঞ্জ প্রতিনিধি :- আগামীকাল বাকেরগঞ্জে হতে যাচ্ছে স্বরনকালের সেরা পৌর বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে একটি ভোটের আশায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে এই প্রচারণা। ৬১৪ জন ডেলিগেট সদস্যের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচিত করা হবে পৌর বিএনপির নতুন নেতৃত্ব। ইতিপূর্বে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডে ৭১ সদস্য বিশিষ্ট ও ১ টি ওয়ার্ডে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে পৌর আহবায়ক কমিটি।
সূত্রে জানা যায়,গত ১৯ সেপ্টেম্বর বাকেরগঞ্জ পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল।পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানের উদ্ভোদক ছিলেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।
এসময় আবুল হোসেন খান সহ নেতৃবৃন্দরা প্রতিটি ওয়ার্ড কমিটির সকলের ভোট নেয়ার সিদ্ধান্ত নিলে প্রার্থীদের দাবীতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ ভোট গ্রহণের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর বিএনপির বর্তমান আহবায়ক নাসির জোমাদ্দার ও সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আলিম জোমাদ্দার, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন ও যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান যুগ্ম আহবায়ক নাসির হাওলাদার, মোশাররফ হোসেন সবুজ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল খান।