গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:- গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনি প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ রোববার রাত পোনে ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন সরদার (হেলিকপ্টার) মার্কা নিয়ে উপজেলা কুচাইপট্রি ২নম্বর ওয়ার্ডে হাসেম মুন্সির বাড়িতে তার নির্বাচনি প্রচার করছিলেন কিন্তু নির্বাচন আচারনবিধি লঙ্ঘন করে প্রচারনা চালায় এসসময় বিপুল সংক্ষক লোকসমাগম করে।
খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)। এ সময় তিনি ওই প্রার্থীর সামনে তার একজন সমসর্থকে আটক করে নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর ১৭ ধারা লঙ্ঘন করার দায়ে ১০হাজার টাকা নগদ জরিমানা করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪