ফ্যাসিষ্টের সহযোগী ও দুর্নীতিবাজদের সরিয়ে বৈষম্যহীন দক্ষ ও নিরপেক্ষ ব্যবস্থাপনা পুনঃগঠন, ত্রুটিপূর্ণ নিয়োগবিধি ও পদ্ধতি সংশোধন, পোষ্য কোটা বহাল, শুন্য পদে নিয়োগ ও পদোন্নতি দ্রুততর করা সহ ১৬ সুপারিশ এবং ১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক দল।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সিআরবি চত্বরে রেলওয়ে শ্রমিক দলের সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রিয় সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এড. এম আর মনজু।
এসময় বক্তারা আরো বলেন, আউট সোর্সিং প্রথা বাতিল করে টিএলআর পদ্ধতি পুন: চালু করা, প্রকল্পে দূর্নীতি, অপচয়, গোঁজামিলের তদন্ত করণ, সুষ্ঠু রেল পরিচালনা, শ্রম অধিকার প্রতিষ্ঠা ও কাঙ্খিত যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে রেলওয়ে শ্রমিকদের পক্ষে রেলওয়ে শ্রমিক দলের ১৬ সুপারিশ ও ১০ দফা দাবী উত্থাপন করেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, যুগ্ম সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, মহি উদ্দিন, শহিদুল ইসলাম, সহ সাধারন সম্পাদক ইমরুল কায়েস পলাশ, সোহরাওয়ার্দী শিপন, শরিফউল্লাহ, বশির আহম্মদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সাইফ উল্লা মজুমদার, আহামুদুর রহমান, মিজানুর রহমান, মারুফ হোসেন, সিরাজুল ইসলাম, জহিরুল হক, সাইদুর রহমান, রফিকুল ইসলাম মিশু, লুৎফর রহমান, মেজবাহ উল আলম, মনজুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান মজুমদার, মনির আহমেদ, মোঃ মোস্তফা, জিয়াউর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী, শেখ মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল আলম, মোঃ জামাল, সোহেল হাওলাদার, চট্টগ্রামস্থ শাখার সভাপতি মো: কালাম, সম্পাদক কাউসার হোসেন, রফিকুল ইসলাম, ইউছুফ রশিদি, ফিরোজ আলম, আবু তালেব, আরিফুর রহমান, মাকসুদুর রহমান বাবু, শরিফুল ইসলাম স্বপন, রুবেল খান, সাদ্দাম হোসেন, ছাবের আহাম্মদ, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান, আব্দুল মালেক, শাখাওয়াত হোসেন, মোঃ মনসুর, আমিরুজ্জামান, মো: কামাল, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, মুজিবুল হক প্রমূখ।
আগামী ৩০ দিনের মধ্যে ১৬ সুপারিশ ও ১০ দফা দাবী কার্যকর করার লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।