মোস্তফা শেখঃ গোপালগন্জ সদর থেকে মোঃ মাহমুদ ফাহিম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন। গেলো শুক্রবার (১৩ জানুয়ারী) আনুমানিক সকাল ১০.৩০ মিনিটের সময় ইসলামপুর, ভবানীপুর এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
এ সময় পিতা মোঃ সাইফুল জানান, শারীরিক কোনো সমস্যা নেই ফাহিমের। সকালে বের হবার সময় পরনে কালো ট্রাউজার এবং টি শার্ট এর উপর কালো কোর্ট পরিহিত ছিলো। যদি কোন সহৃদয়বান ব্যাক্তির নজরে পড়ে তা হলে 01609160781 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
এ ছাড়াও এ বিষয়ে সদর থানায় নিখোঁজ ডাইরি করেছেন তারা।