নিজস্ব প্রতিবেদক :- নিউজ আই এর বার্তা সম্পাদক হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী।
আজ ২১অক্টোবর সোমবার পত্রিকাটির সম্পাদকের পাঠানো একটি পরিচয় পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে লিখনীতে ভরপুর থাকবে প্রতিটি লাইন পাতা ও পৃষ্ঠা নিউজ আই সংবাদ।
নিউজ আই সাংবাদ এর নিউজ এডিটর হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক খান মেহেদী বলেন,আমাকে নিউজ আই সংবাদের নিউজ এডিটর করায় নিউজ আই সংবাদের সম্পাদক ও প্রকাশক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাংবাদিক খান মেহেদী বলেন, অকুতোভয়ী সাংবাদিক আতাউল্লাহ আরিফী দক্ষ হাতে দেশের একঝাঁক কলম সৈনিক নিউজ আই সাংবাদ পএিকা পাঠক প্রিয় করতে সক্ষম হবে। তার ক্ষুরধার লিখনী ও নিঁখুত ছোয়ায় নিউজ আই সাংবাদ হবে গনমানুষের হৃদয়ের পত্রিকা।
সাংবাদিক খান মেহেদী সকল পাঠক, সংবাদপত্রসেবী ও বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, নিপিড়িত -নির্যাতিত সৎ সাহসী সাংবাদিক খান মেহেদী দীর্ঘদিন যাবত সাংবাদিকতা পেশায় জড়িত। কখনো লেজুড় ভিত্তি বা দালালী করেননি এই প্রতিবাদী সাংবাদিক।
সময়ের জনপ্রিয় তরুণ সাংবাদিক খান মেহেদী দৈনিক একাওর সংবাদের সহ-সম্পাদক ও প্রকাশক ও জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঢাকার বার্তার বার্তা সম্পাদক, এবং সময় এক্সপ্রেস নিউজের বার্তা সম্পাদক। এছাড়াও তিনি বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য।
এছাড়া সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গর্বের বকেরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।