আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৬জানুয়ারী) বিকেলে পৌর মিলনাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শফিকুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে ছিলেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক এসএম আল আমিন।
ঝালকাঠি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিজানুর রহমান লালনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাচ্চু,সাবেক ছাত্রলীগের সভাপতি মো. ওয়াসিম হাওলাদার,নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি প্রিন্স মাহমুদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মশিউর খান,হাসান আলম সুমন,সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহের স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহকারে সভায় যোগদান করেন। এসময় বক্তারা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটকে শক্তিশালি করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু’র হাতকে শক্তিশালি করার আহবান জানান।