রাজধানীর নয়াপল্টন থেকে আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় বিএনপি গণমিছিল কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও কর্মসূচির সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন।
কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তা গিয়ে মিছিলটি শেষ হবে। মিছিলে রাজধানীর ১৩টি স্থান থেকে যুক্ত হবেন বিএনপিসহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা।
একই দিন সাত–দলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, ১২–দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় থেকে, এলডিপি এফডিসির সামনে থেকে এবং জামায়াতে ইসলামী বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে গণমিছিল করার কথা জানিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে তাঁরা মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি পেয়েছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে এই গণমিছিল সম্পন্ন করতে চান।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪