চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজ অডিটোরিয়ামে “নবযাত্রা সাহিত্য ফোরাম” ও “পিক মেধা বৃত্তি” এর যৌথ আয়োজন “এসো প্রাণের উচ্ছ্বাসে” শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
নবযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রফেসর পি. সি. পাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি দুর্জয় পাল এর সভাপতিত্বে দুই পর্বের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চটগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সম্মানিত জেলা ও দায়রা জজ (বিচারক) জনাব জান্নাতুল ফেরদৌস, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কলামিস্ট, নাট্যকার, নির্মাতা ও অভিনেতা জনাব হেদায়েত উল্লাহ তুর্কি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কবি, অনুবাদক ও গবেষক জনাব শাকিল কালাম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন, স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা রেহেনা পারভিন প্রমুখ।
এ বছর হতে শুরু হওয়া শিক্ষা, সাহিত্য, সংগঠক, সংস্কৃতিসহ বিভিন্ন বিভাগে “নবযাত্রা পদক” পেয়েছেন দেশের তিন গুণীজন। পদক প্রাপ্ত সম্মানিত গুণীব্যক্তি হচ্ছেন, শিক্ষা বিভাগে (মরণোত্তর) প্রফেসর পরাশর চন্দ্র পাল, সাহিত্য সংগঠক হিসেবে ঢাকা কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট এর সহকারী কমিশনার কবি নজরুল ইসলাম বাঙালি, সংস্কৃতি বিভাগে বাংলাদেশ বেতার ও বিটিভি’র তালিকাভুক্ত জনপ্রিয় যন্ত্র সংগীতশিল্পী (হাওয়াইয়ান গীটার) সানু দাশগুপ্ত।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়কারী মোঃ রাসেল, সঞ্চিতা মজুমদার, ইসরাত জাহান তনুকা, রুম্পা পাল, সুমন চৌধুরী, কবি মোঃ নেসার, মোঃ আজিজ, নিলয় দত্ত, প্রকৌশলী সুখময় বড়ুয়া এবং সঞ্জয় পাল।
এছাড়া অন্যান্যদের মধ্যে কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখেন কবি উত্তম কুমার নাথ, কবি জেবুন্নেছা সুইটি, জেবুন্নেছা জেবু, কবি ফারুক জাহাঙ্গীর, কবি বনশ্রী বড়ুয়া, কবি হোসেন ইব্রাহিম, কবি মো: এহসান, কবি সুপ্রিয় বড়ুয়া, কবি প্রতিমা দাশ, কবি আফসানা আলম প্রমুখ।
দিনব্যাপী দুই পর্বের সাজানো সূচীর ‘১ম অধিবেশন’
নবযাত্রা সাহিত্য উৎসব ২০২৩ সকাল ১০টায় উদ্বোধন শেষে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সভাপতি দুর্জয় পাল।
কবিতা আবৃত্তি ও আলোচনা সভা শেষে দশজন বিশিষ্ট কবির রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
‘২য় অধিবেশন’ দুপুর ২ঃ৩০ মিনিটে “পিক শিশু-কিশোর উৎসব ‘২৩” এর শুরুতে চাইনীজ মার্শাল আর্ট উশু এর কোচার দীপুর নির্দেশনায় ২৫ জনের একটি শিশু কিশোর দল বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর, ইয়োগা প্রশিক্ষক মি. সুজন সেনগুপ্তের পরিচালনায় ৭ জন শিশুর অপর একটি দল মিউজিকের সুরে সুরে ইয়োগা প্রদর্শন করে। এরপর মঞ্চে এসে যাদু প্রদর্শন করেন যাদুশিল্পী রিপন তলাপাত্র। কয়েকজন শিল্পী হাওয়াইয়ান গিটারের (যন্ত্র সংগীত) সুর বাজান। সংগীত পরিবেশন করেন শিল্পী লিঙ্কন বড়ূয়া ও ঐশী বনিক।
স্মৃতিচারণ ও আলোচনা শেষে সম্মানিত গুণী অতিথির মাধ্যমে পিক মেধাবৃত্তি প্রাপ্ত তিনশতাধিক শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাচিক শিল্পী দেবাশীষ রুদ্র এবং যারিন সুবা।
সহস্রাধিক দর্শক, কবি, সাহিত্যিক, শিক্ষার্থী, অভিভাবকের এই বর্নাঢ্য মিলন মেলায়, কলেজ প্রাঙ্গনে বিশিষ্ট কবি বন্ধুদের বইয়ের স্টলে উপচেপড়া ভীড় দেখা যায়।
অনলাইন ভিডিও কলে যুক্ত হয়ে সকলের জন্য শুভেচ্ছা পাঠান লন্ডন থেকে কবি উদয় শংকর দুর্জয়, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কবি ড. গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, এনডিসি, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও সাংবাদিক মুনমুন বনিক, পশ্চিবঙ্গের কবি সুশান্ত কাঞ্জিলাল।
মিডিয়া পার্টনার মাসিক নবযাত্রা পত্রিকা।
উক্ত দিনব্যাপী দুইপর্বের মহা মিলন মেলা অনুষ্ঠানে দেশের বিদগ্ধ গুণীজন, কৃতী শিশু-কিশোরসহ সকল সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণে মুখর ছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ।