বিনোদন প্রতিবেদক :- বৃহস্পতিবার, ৭ মার্চ উত্তরায় করেছেন দীর্ঘ ধারাবাহিকের শুটিং। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়েছেন তানিন। তানিন সুবহা সাংবাদিকদের বলেন, অনেকদিন বাদে শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় নিয়মিত কাজ করি নতুন কাজ শুরু করতে পেরে তৃপ্তি পাচ্ছি।
‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।
নাটক সম্পর্কে জানতে চাইলে তানিন জানান চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি।
প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪