মোঃ রাসেল হুসাইন নড়াইল:- নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামে সৌদি প্রবাসী সাংবাদিক আমিনুর রহমানের পরিবারকে হামলা ও প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে সহিদ, শিমুল, চাচা ইউসুফ অরফে কালা ইছু, চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জনের বিরুদ্ধে। বুধবার (১০ জুলাই) সকালে সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রান নাশের হুমকি দেয় তারা। আমিনুর রহমান ওই গ্রামের মোঃ খায়রুল মোল্যার ছেলে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক আমিনুর রহমানের বাবা-মা।
ঘটনার দিন সরেজমিনে গেলে জানা যায়, চন্ডিবরপুর ইউনিয়নে উপনির্বাচনকে ঘিরে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই প্রার্থীদের মধ্যে কেউ একজন ছাগল চোর মন্তব্য করে তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে ওই গ্রামের জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে। তারই সুত্র ধরে সৌদি প্রবাসি সাংবাদিক মোঃ আমিনুর রহমান ওই প্রার্থীর নাম জানতে চাওয়ায় একই গ্রামের সহিদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোল্লা ফেসবুক ম্যাসেঞ্জারে সাংবাদিক আমিনুর রহমানকে প্রান নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরই ধারাবাহিকতায় প্রমানসহ সাংবাদিক আমিনুর রহমান একটি ভিডিও নিউজ প্রকাশ করে। নিউজ প্রকাশ করায় ওই ছাগল চোর প্রার্থীর সমর্থক ও চুরির কাজে সহযোগী মোহাম্মদের বাবা সহিদ,ভাই শিমুল, চাচা ইউসুফ অরফে কালা ইছু,চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জন দুর্বৃত্ত সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং দুই দিনের মধ্যে প্রকাশিত নিউজ ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে শাসিয়ে আসে।
এবিষয়ে জানতে সাংবাদিরা অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা পরে অভিযুক্ত ইউসুফ ওরফে কালা ইসুর সাথে রাস্তায় দেখা হলে সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪