মোঃ রাসেল হুসাইন নড়াইল:- নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুন্দিয়া গ্রামের মাছ চাষি সাধন কুমার বিশ্বাসের মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে যানা গেছে, (২৯ মে)বুধবার রাতে রুন্দিয়া গ্রামের ধৈলের বিলে, সাধন কুমার বিশ্বাসের ২ বিঘা সাদা মাছের ঘেরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। যার ফলে ওই ঘেরের মাছ মারা যায়। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। যা থেকে মাছ চাষি ১ লাখ টাকা লাভ করতে পারত।
এ বিষয়ে আকবপুর গ্রামের গৌতম বিশ্বাস বলেন সাধন মেম্বারের মাছের খামারে যে বা যারা বিষ প্রয়োগ করে এই মাছ নিধন করেছে,সঠিক তদন্ত করে তাদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে ঘের মালিক সাধন কুমার বিশ্বাস বলেন, আমার সাদা মাছের ঘেরে থাকা ২ লক্ষ টাকার সাদা মাছ বিষ প্রয়োগে মারা গেছে। গ্রামের অতীতের শত্রুতা নিয়ে জানিনা কে বা কারা এমন জঘন্য কাজ করেছে।এই মাছ বড় হলে আমার লাভ হত ৩ লাখ টাকা।এই টাকার ক্ষতি হয়ে গেছে। যে বা যারা এমন কাজ করেছে আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। আমি প্রশাসনের সু- দৃষ্টি কামন করছি।