মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরি দিয়ে আঘাত করে আব্দুস সালাম (৫০) নামে একজনকে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে চকগোবিন্দ গ্রামের পাকা রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।
শনিবার দুপুর ১ টার দিকে আব্দুস সালাম তার রাড়ির পাশে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম পিছন দিক থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করতে থাকে। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে মোজাম সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪