মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সেনাবাহিনী, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ) যৌথ সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ সন্তোষ প্রকাশ করা হয়।
আলোচনা সভায় সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারী ইভটিজিং, শিশু পাচার ও ধর্ষণ রোধ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সময় জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তথ্য মিল রেখে জন্ম নিবন্ধন করার বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়াও মাদকের প্রতি জিরো টলারেন্স গ্রহণ ও এর ভয়াবহতা রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও বন্যার আগাম প্রস্তুতি গ্রহণ, জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষদের অহেতুক হয়রানি রোধে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণসহ সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রবিউল ইসলাম, তারেক তাসনিমুল, সেনাবাহিনী ও বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।