মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃর্যাব-২ বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব-২ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইউসুফ (২৭)কে অদ্য ৯ এপ্রিল ২০২৪ ইং আনুমানিক রাত ১. ঘটিকায় আদাবর থানাধীন শেখেরটেক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়,বিগত ১ জুলাই ২০১৭ ইং আসামি মোঃ ইউসুফ(২৭) ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিম নিজে বাদী হয়ে আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা আদাবর থানার মামলা নং-০১, তারিখঃ ১ জুলাই ২০১৭ ইং,ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩)এর ৯(১)} দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামি আত্মগোপনে ছিল।পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন।
বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে ঢাকা জেলার আদাবর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ অভিযান পরিচালনা করে অদ্য ৯ এপ্রিল ২০২৪ ইং সময় ১. ঘটিকায় আদাবর থানাধীন শেখেরটেক এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে। র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।গ্রেফতারকৃত আসামিকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪