বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে চেরাগী পাহাড়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সেই ব্যাপারে এক প্রস্তুতি সভা কাল ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ৩ টায় লুসাই ভবন ৩য় তলায় অনুষ্ঠিত হবে। আপনাদের উপস্থিত থাকার জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে কামরুল হুদা অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার এক অভ্যুত্থানে শাসক দলকে বিদায় নিতে হয়েছে। দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে ছাত্রসমাজ, আমজনতা। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকারের প্রতি শুভকামনা।
অসাম্প্রদায়িক, সুন্দর, ন্যয়-নিষ্ঠাসম্পন্ন সমাজ গঠন করার জন্য মানসিকতা, মূল্যবোধ ইত্যাদিতে পরিবর্তন আনা সর্বাগ্রে জরুরি। মনন আর মানসিকতা যদি পরিবর্তন না হয়, রুচিবোধ যদি পরিবর্তন না হয়, চিন্তার যদি পরিবর্তন না হয়, তাহলে একটি সভ্য সমাজ তৈরি করা অত্যন্ত দুরূহ কাজ হবে। চিন্তা আর মনন গঠনের জন্য সর্বপ্রথম আমাদের শিক্ষাব্যবস্থা ও দেশকে ঢেলে সাজাতে হবে। নতুন বাংলাদেশ নিয়ে নানা আয়োজন উদযাপিত হচ্ছে। নতুন বাংলাদেশের শুভ কামনা করে আমরা আয়োজন করতে যাচ্ছি মিলাদ ও দোয়া মাহফিল।