বিনোদন প্রতিবেদক:- দেহ' চলচ্চিত্রে রিমন রেন সূর্য গুরুত্বপূর্ণ ডাকাত এর চরিত্রে অভিনয় করবেন। ০৭-০৩-২০২৪ তারিখে রোজ বৃহস্পতিবার একটি ঢাকা মিরপুরে অভিজাত রেস্টুরেন্টে পরিচালক সালমান হায়দার এর সাথে রিমন রেন সূর্য চুক্তিবদ্ধ হয়েছেন। 'দেহ' চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করছেন চিত্র নায়িকা মিষ্টি জান্নাত। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা রিমন রেন সূর্য নিজেই। এ নিয়ে শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। চলচ্চিত্রে মিষ্টি জান্নাত এর বিপরীতে নায়ক হিসেবে কলকাতা ও বাংলাদেশের দুজন নায়ক পছন্দের তালিকায় রয়েছে। রিমন রেন সূর্য বলেন, 'দেহ' সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শীঘ্রই এ সিনেমার শুটিং শুরু হবে। আমাকে হিংস্র ডাকাত এর চরিত্রে দেখতে পাবেন। আশা করছি ভিন্ন গল্পের আঙিনায় ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শক। ঈদের পর থেকে শুটিং শুরু হবে
সিনেমাটি। সকলে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন যেনো আমি ভালো ভালো অভিনয় এর মাধ্যমে চলচ্চিত্র উপহার দিতে পারি। শীঘ্রই 'দেহ' চলচ্চিত্রে যারা অভিনয় করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় প্রকাশ করা হবে জানিয়েছেন পরিচালক সালমান হায়দার।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪