ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাকির হাসান এপ বিশেষ দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল)তাছলিম হুসাইন এর নের্তৃত্বে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম ও এসআই মোঃ নুরুল ইসলাম, এএসআই মোঃ রোবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ ২০ জুন ২০২৪ইং ভোর ৫.৪৫ ঘটিকার সময় দাগনভূঁঞা থানাধীন ইয়াকুবপুর ইউপিস্থ চন্ডিপুর সাকিনন্থ আনিকা সড়কের মুখের সামনে রাস্তার উপর হইতে দেশের বিভিন্ন থানার একাদিক মামলার আসামী ও কৌরশমুন্সী বাজারে গরু চুরি মামলার অন্যতম আসামী মোঃ নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত(৪৮)’কে কোম্পানীগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয় দাগনভূঁঞা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে একটি দেশীয় তৈরী বন্ধুক(এলজি) উদ্ধার করা হয়। এসংক্রান্তে দাগনভূইঞা থানার মামলা নং-১২, তারিখ- ২০ জুন, ২০২৪; ধারা- 19A The Arms Act, 1878 রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ২০ জুন ২০২৪ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪