নিজস্ব প্রতিবেদকঃ দেশবরেণ্য রাজনীতিবীদ ফেনীর দাগনভূঞা উপজেলার কৃতি সন্তান মরহুম আবদুল আজীজের ৭ম মৃত্যবার্ষিকীতে ঢাকার পল্টনস্থ নোয়াখালী সমিতি কার্যালয়ে শুক্রবার বিকালে মরহুম আবদুল আজিজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের বড় সন্তান বিশিষ্ট ব্যাংকার মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে মানবাধিকার সমিতির সভাপতি মনজুরুল ইসলাম আমার মন্জুর হোসেন ঈসার পরিচালনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, বীর মুক্তিযোদ্ধায়এম,এরব,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্বপ্নীল মহাসচিব রবিন আহমেদ, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির,এডভোকেট মোশারফ হোসেন বাদল, হাসান তালুকদার, মোঃ ইসমাইল নাসির, ঢাকা তো দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল,সিন্দুরপুর সমিতি সাধারণ সম্পাদক শরিফুল,নোয়াখালী জেলা সমিতির কোষাধক্ষ্য কে এম শহীদুল্লাহ, তাজুল ইসলাম লিটন, সুফিয়ান আলী রিপন চৌধুরী, দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ
সভায় বক্তাগণ মহান মুক্তিযুদ্ধে আবদুল আজিজ এর অবদান তুলে ধরেন। বক্তাগণ বলেন আবদুল আজিজ ছিলেন একজন সংগঠনিক লোক। তিনি তার সারা জীবন মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন।
স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।