নিজস্ব প্রতিবেদকঃনোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ীতে দুই শতাধিক অসহায় হতদরিদ্র মেয়ের বিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তার উদ্যোগে দারিদ্রের সঙ্গে যুদ্ধ করা সাতটি মেয়ের পিতার দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। এভাবে গত দুই বছরে তিনি দুই শতাধিক কন্যাদায়গ্রস্ত পিতার দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন।
মানিক জানান, সোনাইমুড়ী ও সেনবাগে কোন কন্যাদায়গ্রস্ত পিতা থাকবে না।
আল্লাহ আমাকে যতক্ষণ সামর্থ্য দিয়েছেন ততক্ষণ আমি এই কাজ চালিয়ে যাব।
এছাড়া বরদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চাকরি প্রদান, নগদ অর্থ অনুদান দিয়ে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ করে দেওয়া হচ্ছে। মানিক সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।