মুহাম্মদ এমরান বান্দরবান :- লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড,বাশখাইল্যা ঝিরির বাসিন্দা আবুল হাশেম এর ছেলে মোঃ আবুল মোছা গত দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী আছে।
আবুল মোছার পিতা মোঃ আবুল হাশেম বলেন, আমার ছেলে কলেজ পড়ুয়া একজন ছাত্র। সে গত দু'বছর আগে মানবপাচারকারীর কবলে পড়ে মালেশিয়ার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু, বিগত প্রায় ২ বছর পূর্বে মায়নামারে জলসীমা অতিক্রম করার অপরাধে মায়ানমার নৌবাহিনী'র হাতে আটক হয়। বর্তমানে Kayine state Pa An Prison and Myanmar রুম নং- ০৩-এ, বডি নং- FA/23/00605/A কারাগারে বন্দী আছে।
তিনি আরো বলেন, এই যাবত আমার ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতে পারিনি। কিন্তু, চিঠির মাধ্যমে কথা হয়েছে। আমি একজন কৃষক। আমার ছেলের পিছনে টাকা খরচ করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আর আমার সম্বল বলতে কিছু নেই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করতেছি, মানবিক বিবেচনায় আমার ছেলেকে মায়ানমারের কারাগার হতে দেশে ফেরৎ আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ থাকবো।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪