খান মেহেদী :- মনে আছে আপনাদের, ঠিক এক বছর আগেও, প্রতিদিন সকালে রিমোট দিয়ে টিভি ওপেন করলে প্রাণবন্ত একটি ছেলে, দর্শকের সাথে দুষ্টুমি করে কথা বলতো আর দর্শকের পছন্দের গান প্লে করে শোনাত, হ্যাঁ বলছিলাম মডেল প্রিন্স চৌধুরীর কথা।
র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু, মডেলিং এবং উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন, ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, কিন্তু হঠাৎ করেই এক বছর আগে এই গ্লামার জগত থেকে হারিয়ে যান তিনি, তাকে পর্দা কিংবা ক্যামেরার সামনে দেখা যায়নি, তবে এক বছর পরে তিনি আবার কাজে ফিরছেন ধারাবাহিক নাটক দিয়ে , নাম “মায়ার সংসার” , মাইনুল হাসান খোকনের পরিচালনায় নির্মিত হচ্ছে এই ধারাবাহিকটি, পর্ব পরিচালক জিয়াউল হক মনির এই নাটকে প্রিন্সকে দেখা যাবে একজন কর্পোরেট অফিসারের চরিত্রে, নাটকটি প্রচার হচ্ছে এটি এন বাংলায়।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে প্রিন্স চৌধুরীর বলেন, ব্যক্তিগত জীবনের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন, ভাবলাম এখন আবার ক্যামেরার সামনে দাঁড়ানো যায়, তাই শুরু করলাম, এখন থেকে নিয়মিত হবেন কি জানতে চাইলে প্রিন্স চৌধুরীর জানান , হ্যাঁ এখন থেকে নিয়মিত কাজ করব, নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।