ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ লামায় অবৈধ ইটভাটা পানি দিয়ে নিভিয়ে দিল প্রশাসন পাকস্থলী’তে ইয়াবা পাচারকালে এক মাদককারবারী’কে গ্রেফতার করছে,বিমানবন্দর এপিবিএন দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৯ অভিযোগে ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত আলোচিত মেজর জেনারেল এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউলের দুর্নীতি অনুসন্ধানে দুদক মাদককাণ্ডে তিন শীর্ষ নাট্যাভিনেত্রীসহ অনেক নাম উঠে এসেছে,মিড়িয়া অঙ্গনে তোলপাড় !

দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা

  • আপডেট সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • ৩০৩৪ বার পড়া হয়েছে

 

হৃদয় বড়ুয়া (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রাম-খাগড়াছড়ি ব্যস্ততম মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক তিন লেনের ব্যস্ততম সড়কটি দখল করে দিনের দুপুরে পাথর-কংক্রিট রাখা হয়। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা ৪নং মির্জাপুর ইউনিয়নের বটতল ওয়ার্ড এলাকায় এমন দৃশ্য নজরে আসে।
কে’বা কারা মহাসড়কের মাঝ অব্দি দখল করে কংক্রিট রেখে যায় তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

এতে সড়ক জুড়ে যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমনি মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।

দুই বছর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কটি তিন লেনে সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনা ক্রমশই বেড়েই চলেছে। তামধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে, চারিয়া বোর্ড স্কুল, মুছার দোকান, সরকারহাট কালীবাড়ি, বালুরটাল, মুনিয়া পুকুর পাড়, নূর আলী মিয়ার হাট, মুন্সীর মসজিদ, হাটহাজারী হাসপাতাল গেট, ধোপার দিঘির পাড়, নন্দির হাট উল্লেখযোগ্য।

এই সড়কে অহরহ দূর্ঘটনা ঘটে। গত বছর এক পরিবারে পাঁচ সদস্যসহ সাতজন নিহত ও তিনজন আহত হয় যেটি সকলের হৃদয়ে রক্তক্ষরণ করে। তাছাড়াও প্রতিনিয়ত ছোট-বড় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, এমন ব্যস্থতম মহাসড়ক দখল করে কে’বা কারা অনৈতিক কাজ করছে এমন একটা তথ্য আমরা পেয়েছি, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সড়কটি ক্লিয়ার করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা

আপডেট সময় : ০৪:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

 

হৃদয় বড়ুয়া (চট্টগ্রাম প্রতিনিধি)

চট্টগ্রাম-খাগড়াছড়ি ব্যস্ততম মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক তিন লেনের ব্যস্ততম সড়কটি দখল করে দিনের দুপুরে পাথর-কংক্রিট রাখা হয়। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা ৪নং মির্জাপুর ইউনিয়নের বটতল ওয়ার্ড এলাকায় এমন দৃশ্য নজরে আসে।
কে’বা কারা মহাসড়কের মাঝ অব্দি দখল করে কংক্রিট রেখে যায় তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

এতে সড়ক জুড়ে যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমনি মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।

দুই বছর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কটি তিন লেনে সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনা ক্রমশই বেড়েই চলেছে। তামধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে, চারিয়া বোর্ড স্কুল, মুছার দোকান, সরকারহাট কালীবাড়ি, বালুরটাল, মুনিয়া পুকুর পাড়, নূর আলী মিয়ার হাট, মুন্সীর মসজিদ, হাটহাজারী হাসপাতাল গেট, ধোপার দিঘির পাড়, নন্দির হাট উল্লেখযোগ্য।

এই সড়কে অহরহ দূর্ঘটনা ঘটে। গত বছর এক পরিবারে পাঁচ সদস্যসহ সাতজন নিহত ও তিনজন আহত হয় যেটি সকলের হৃদয়ে রক্তক্ষরণ করে। তাছাড়াও প্রতিনিয়ত ছোট-বড় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, এমন ব্যস্থতম মহাসড়ক দখল করে কে’বা কারা অনৈতিক কাজ করছে এমন একটা তথ্য আমরা পেয়েছি, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সড়কটি ক্লিয়ার করা হবে।