জুলফিকার আলম, দাগনভূঞা :দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে মানবিক আবেদন হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকালে দাগনভূঞা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান।
দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও কাউন্সিলর একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন হায়দার, দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল কুদ্দুস বিক্রম।
অনুষ্ঠানে ফেনী সমিতি কাতার এর পক্ষ থেকে উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের প্রবাস ফেরত মোহাম্মদ হোসেনকে একলক্ষ টাকা এবং দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে রামনগর গ্রামের মৃত মোজাম্মেল হকের পরিবারকে একলক্ষ টাকা হস্তান্তর করা হয়।
শেষে ফাউন্ডেশনের বিভিন্ন নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।