জুলফিকার আলম :দাগনভূঞায় ইমাম আজম আবু হানিফা (রহ:) রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার সন্ধ্যায় অত্র রিসার্চ সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
অত্র রিসার্চ সেন্টারের সভাপতি মাওলানা হাসনাইন আহমদ আলকাদেরী এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের সদস্য খায়েজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আরটিভি ও যায়যায়দিন পত্রিকার ফেনী প্রতিনিধি আজাদ মালদার, সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক মনসুর আহমেদ, সিলোনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবদুল হাই, ফেনী জামিয়া আমিরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফয়জুল্যাহ আল কাদেরী, দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল,
মোঃ জহিরুল হক রাসেল, মোঃ আবদুল আলী রুবেল ও নও মুসলিম মোঃ আবদুর রহমান প্রমুখ। এসময় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪