দাগনভূঞা প্রতিনিধি:দাগনভূঞায় উপজেলার বাসুদেবপুর গ্রামে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচে অবিবাহিত বিজয়ী হয়েছে।
শুক্রবার বিকেলে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড় বাসুদেবপুর গ্রামের মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে অবিবাহিতরা।
টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ৩ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন অবিবাহিতরা।
দাগনভূঞা আলিফ মাল্টিমিডিয়ার সত্ত্বাধিকারী সাংবাদিক সুমন পাটোয়ারীর আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের। ৩ গোল দিয়ে বিবাহিতদের হারিয়ে দেন অবিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় বিবাহিতদের।
খোলা মাঠে ধানক্ষেতে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের ছেলে মেয়েরাসহ দর্শকও ছিল অনেক।
খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন।
সাংবাদিক সুমন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দাগনভূঞা স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল মান্নান মুন্না, যুবলীগ নেতা রাশেদ মহাজন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম রহমান সোহেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোকাররম হোসেন পিয়াস, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, ফেনীর তালাশ দাগনভূঞা প্রতিনিধি ইদ্রিস রিয়াদ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪