দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ১০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ২য় ধাপে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪১ পদাতিক ডিভিশন।
শনিবার (১২ অক্টোবর) উপজেলার রামনগর ইউনিয়ন,জায়লস্কর ইউনিয়ন,রাজাপুর ইউনিয়ন ও পৌরসভায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহরিয়ার অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় ছাত্র প্রতিনিধি মোকাররম হোসেন পিয়াস, পি আইও অফিস কর্মকর্তা আবু নাছের, সাংবাদিক সুমন পাটোয়ারী উপস্থিত ছিলেন।