মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ ফেনী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল) তছলিম হুসাইনের সার্বিক তত্ত্বাবধানে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের নির্দেশে এসআই মোঃ ফরহাদ কালাম সুজন ও এএসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গত ২৫ জুন ২০২৩ইং অভিযান পরিচালনা করিয়া এসজিআর-০৮/০৯(সাজা), দায়রা-২১৪১/১২ এর আসামী মোঃ ইমাম হোসেন সুমন(২৫)কে বিজ্ঞ আদালতের ৫ বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর এক অভিযানে ২ জুলাই ২০২৩ইং দাগনভূঞা থানা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া জিআর-৫৫১/১৩ (সাজা), ফেনী মডেল থানার মামলার পেনাল কোড আইনে বিজ্ঞ আদালত ৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন, অনাদায়ে আরো ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।এবং জিআর-৪২৭/১৭ ফেনী মডেল থানার মামলার আসামী ওমর ফারুক প্রঃ মোহন(২৭)ফেনীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে অদ্য ৩ জুলাই ২০২৩ ইং তারিখ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দাগনভূঁঞা থানা পুলিশ। উল্লেখ্য যে, বর্ণিত আসামীর বিরুদ্ধে দাগনভূঞা থানা সহ ফেনী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪