নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধিদের গ্রেফতার করতে প্রতিনিয়ত কাজ করেছেন তেজঁগাও থানা পুলিশ।
তারাই ধারাবাহিকতায় গত ২৯ ফেব্রুয়ারি ২৪ ইং বৃহস্পতিবার গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্লেড মন্টুকে গ্রেফতার করতে সক্ষম হয় তেজঁগাও থানা পুলিশ।প্রসঙ্গত, ব্লেড মন্টু তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ নজরুল ইসলাম (৫৩)মোঃ রফিক (৩০)মোঃ সুরুজ মিয়া (৩১), মোঃ আমির হোসেন (৫৫), মোঃ হারুন মিয়া (৪৩), মোঃ মনির হোসেন (২৫), মোঃ রুবেল কাজী (২৭), মোঃ কিরণ মিয়া (৪৫), মোঃ রুহুল আমিন (২০), মোঃ হালিম (৪০), মোঃ বেলাল হোসেন (৪৫), মোঃ সিফাত হোসেন (১৮)মোঃ গোলাম মোস্তফা (২৪), মোঃ জামাল হোসেন (৩৫) এবং মোঃ আলম মিয়া (৫৪)।
তারা ব্লেড মন্টুর হয়ে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর আগেও তাদের অনেকেই গ্রেফতার হলেও ব্লেড মন্টু তাদের জামিন করিয়ে নেন।মন্টুর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৩০ টি মামলা রয়েছে।