প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ৫:০৯ পি.এম
তুমি ভুল কইরাও আমারে ভুইলা যাইওনা !
খান মাহাদী
তুমি ভুল কইরাও যদি ভুইলা যাও–
আমি জানলে কষ্ট পামু।
জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো
আমরা মনে রাইখা দিই।
এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া
কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম।
অদেখা তারকাঁটায় লাইগা
শখের জামাটা ছিঁড়া গেল৷
ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময়
না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো।
এমন অপ্রয়োজনীয় অনেককিছুই থাকে;
যা মনে না রাখলেও চলতো।
কিন্তু আমাদের মনে থাকে৷
তুমি আমারে ভুইলা যাইও না প্লিজ!
মনের এক কোণায় রাইখা দিও।
ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো
যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়।
যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে তুমি অন্যকিছু ডিলিট কইরো।
তবুও আমারে থাকতে দিও মনে।
যত্নে রাইখো কিংবা অযতনে।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪