প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ৫:৫৭ পি.এম
তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির-এটিএম জাহেদ চৌধুরী
এরশাদ আলম, লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম
অবিভক্ত সাতকানিয়ার প্রথম সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম জাহেদ চৌধুরী বলেছেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী।আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে (১১ অক্টোবর) শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি একটি অহিংস ও শান্তিপ্রিয় মানুষের দল। ধর্ম নিয়ে রাজনীতি বিএনপি আগে কখনো করেনি,ভবিষ্যতেও করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে অহিংস, সম্প্রীতি ও ভালোবাসার। তারেক রহমানের নির্দেশেই সম্প্রীতির বার্তা নিয়ে আজ আপনাদের সামনে এসেছি।'
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, কোম্পানি, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নিবাস দাশ সাগর, উদযাপন পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, বিএনপি নেতা নাজিম উদ্দিন, ডা. দিদার,আনোয়ার হোসেন, দিদার এলাহী, আবুল কাশেম, মাহমুদ হোসেন, মো. মামুন, কামাল উদ্দিন, আলী আহমদ, মিজানুর রহমান নিশান, মিনহাজ উদ্দিন, জামাল উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪