สล็อตออนไลน์ สล็อตออนไลน์ สล็อตออนไลน์ สล็อตออนไลน์
তারেক রহমানের নামে মিচিল মিটিং করলে হবে না তার দৃষ্টিভংগী ও চিন্তা চেতনাকে আত্মস্থ করে রাজনীতি করা উচিত: নয়ন বাংগালী  - ঢাকার বার্তা ২৪
আন্তর্জাতিক জাতীয়রাজধানীরাজনীতিঅপরাধ  লিড নিউজসর্বশেষখেলাধুলাপ্রযুক্তিব‍্যবসা বানিজ‍্যশেয়ার বাজারসারাদেশব‍্যাংক বীমাঅন্যান্য

ব্রেকিং

তারেক রহমানের নামে মিচিল মিটিং করলে হবে না তার দৃষ্টিভংগী ও চিন্তা চেতনাকে আত্মস্থ করে রাজনীতি করা উচিত: নয়ন বাংগালী 

Published on: August 8, 2025

নিজস্ব প্রতিবেদকঃ গত ৬ আগষ্ট ইউএসএ জুড়ে পালিত হয় ৫ই আগস্ট ফ‍্যসিস্ট বিদায়ের আর জুলাই সনদের মহান স্মৃতি উদযাপন ও উৎসব।প্রায় প্রতিটি স্টেটে সভা , সমাবেশ , র‍্যালী ,সেমিনার ইত্যাদি আয়োজনের মধ‍্য দিয়ে 

বিশেষ করে মেরিল‍্যানড স্টেট বিএনপি অনেক কর্মসূচি হাতে নেয় – তার মধ্যে আলোচনা অনুষ্ঠান, সমাবেশ,কমিউনিটির মাঝে খাবার বিতরন সহ গঠনমূলক কিছু কর্মসূচি । 

মেরিল্যান্ড”স্টেট বিএনপির সভাপতি সাইদ খানের সভাপতিত্বে এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মাদ কাজল সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাববানী নয়ন বাংগালি , বিশেষ অতিথি ছিলেন মেরিল‍্যনড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার আহম্মেদ ,সহ সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, মন্টগামারি কাউনটি বিএনপির সভাপতি বিতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ , তানভির হাসান ,আফরিন লিয়ানা,আব্দুল মোতালেব মামুন ,প্রচার সম্পাদক মো রায়হান প্রমূখ । 

প্রধান অতিথি নয়ন বাংগালি তার বক্তব্যে বলেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন।আমরা ফ‍্যসিষ্ট বিদায় করেছি , নির্বাচন এর দাবী করেছি , নির্বাচন ও হবে এবং সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে কিনতু কাংখিত লক্ষে পৌঁছানোর জন‍্য প্রয়োজন বিশাল এই কর্মী বাহিনীর উন্নত মানসিকতা ,সততা ও দলের মূলধারার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে পথ চলা । 

নয়ন বাংগালী বলেন, শুধু মনোনয়নের দৌড়ে রেষারেষি করলেই হবে না – ধানের শীষ একটি পবিত্র প্রতিক যা দিয়েছে মাওলানা ভাষানী , শহীদ জিয়া এ দেশনেত্রী বেগম জিয়া।। তার মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ‍্যমে আর সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now