গত ৭ মে ২৪ ইং মঙ্গলবার নবাবপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সাথে তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং কিশোর গ্যাং নিয়ে মতবিনিময় করেন ওয়ারী থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশী।
উক্ত শ্রেণীকক্ষের মত বিনিময় সভায় নবাবপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সহ অন্যান্য শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অফিসার ইনচার্জ বলেন-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
শিক্ষার মাধ্যমে তোমাদের আচরণের গুণগত পরিবর্তন করতে হবে। তাহলে তোমরা যোগ্য নাগরিক হয়ে উঠবে এবং ভবিষ্যতের দেশ পরিচালনা করবে।
১৮ বছরের আগে কোন ছাত্র ফেসবুক ব্যবহার করতে পারবে না। কিশোর গ্যাং সদস্য হলে কিংবা সন্ত্রাস মাদকের সংস্পর্শে আসলে তাদেরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।হাস্য রসাত্মক পরিবেশে কৌতুক পরিবেশনের মধ্য দিয়ে ছাত্রদের সাথে মতবিনিময় সভা সমাপ্ত করেন তিনি।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪