নিজস্ব প্রতিবেদকঃ গত ২৭ শে মার্চ ,(১৬রমজান )রোজঃ বুবার পবিত্র রমজান উপলক্ষে এসএসসি ৯৩,এইচএসসি ৯৫ ঢাকাস্হ ফেনীর বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল
বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জসিম উদ্দিন এর সভাপতিত্বে জহিরুল ইসলাম স্বাধীনের সঞ্চায়লনা সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন স্বপ্নীল চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল ,নিঝুম কমিনিকেশন এর চেয়ারম্যান ইসমাইল নাসির, লেবার কোট বার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক এডভোকেট মহসিন মজুমদার, ফেনীর তালাশের সম্পাদক জাকির শাহিদ বুলেট, চায়না মেরিন কোম্পানীর চেয়ারম্যান নূরুল কাদের, স্পেকষ্টাম ইন্টারন্যাশনাক স্কুলের হেড অব এডমিন হাসান তালুকদার, আপন স্টিলের চেয়ারম্যান জহির উদ্দিন কপিল, জাহাঙ্গীর আলম, আবুসায়েদ শিপন, নাসির উদ্দীন, এডভোকেট ইউনুস,এনামুল হক ভূঞা, প্রমুখ ।
আগামীতে বন্ধুরা গ্রুপের কল্যাণে সেবাও কল্যাণমূলক কিছু কাজের গঠনমূলক আলোচনা করেন। ইফতার মাহফিলপরিচালনা কমিটির আহ্বায়ক জসীমউদ্দীন, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম স্বাধীন, ও সদস্য সচিব নুরুল কাদের উপস্থিত সকল বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। এবং অসুস্থ বন্ধুদের ও বন্ধুদের পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।